Breaking News

Malda: উদ্ধার হেরোইন, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

Malda: উদ্ধার হেরোইন, গ্রেপ্তার একমালদহ জেলা (Malda) পুলিশের গাজোল থানার পুলিশ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে বারো নম্বর জাতীয় সড়কের পান্ডুয়া হাই রোড পাড়ায় একটি গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় পাঁচ কেজি ছয়শো পয়ত্রিশ গ্রাম হেরোইন। গাড়ির কেবিনে টুল বক্সের ভিতর লুকিয়ে এই হেরোইন নিয়ে যাওয়া হচ্ছিলো। পুলিশ গ্রেপ্তার করে গাড়ির চালক মোহম্মদ ফিরোজ মোমিন (৩২) কে। চালক মালদহ জেলার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত ও চালককে গ্রেপ্তার সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমাপ্ত করা হয়েছে। এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।