মালদহ (Malda) জেলা পুলিশের সি এম জি র দেওয়া তথ্য অনুসারে বৈষ্ণবনগর থানার পুলিশ ও সি এম জি রবিবার সকালে থানা এলাকার ষোলোমাইল এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি বস্তায় বোঝাই করা তিনশো ছেচল্লিশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল। প্রতিটি বোতল একশো মিলি লিটারের। উদ্ধার কৃত সামগ্রী বাজেয়াপ্ত করে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছে। ধৃতদের নাম পবন (৪৫), পবনের স্ত্রী পুজা (৪০), শান্তি (৩৫),এই তিনজন উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা, অপরজন হলো উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার বাসিন্দা শ্রীকান্ত সাধুখাঁ। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতরা কোথা থেকে এই নিষিদ্ধ কফ সিরাপ সংগ্রহ করেছে, কোথায় নিয়ে যাচ্ছিলো সেসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Malda: উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেপ্তার চার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ