বুধবার মেঘালয়ে কর্মীসভা করতে যাবার আগে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার হাসিমারায় পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন হাসিমারায় সুভাষিনী চা বাগান ময়দানে তৈরি করা হেলিপ্যাডে হেলিকপ্টার করে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তাকে স্বাগত জানান তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক সহ অন্যান্যরা। প্রশাসনিক সূত্রে জানা গেছে মঙ্গলবারেই তারা মেঘালয় চলে যাবেন, সেখানে বুধবার সভা করে ফিরে আসবেন আলিপুরদুয়ারের হাসিমারায়। ঊনিশ তারিখ বিভিন্ন সরকারি পরিষেবা পরিষেবা প্রদানের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মঙ্গলবার হেলিপ্যাডে নেমে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দাদের সাথে ও সুভাশিনী চা বাগানের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আস্বাস দেন। এরপর মেঘালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।
Mamata Banerjee Abhishek banerjee Alipurduar: মেঘালয় সফরের আগে হাসিমারায় তৃণমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায় সহ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার