কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের দুর্নীতির অভিযোগকে যে প্রচার তালিকায় রাখবে বিরোধীরা সে কথাও বিলক্ষণ জানেন তৃণমূল সুপ্রিমো(Mamata Banerjee)। তাই দুর্নীতির অভিযোগ ঘোঁচাতে জনসাধারণের হাতেই অধিকার তুলে দিলেন তিনি(Mamata Banerjee)।
কোচবিহার জেলার চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে মমতা জানান, দলের যুব সমাজ এতদিন জেলায় জেলায় ঘুরে প্রার্থী বেছে নেওয়ার কাজ করেছে।
তাঁর মতে ৯৯ শতাংশ প্রার্থী বাছাই হয়েছে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে। এরপরও এক শতাংশ প্রার্থী যদি দুর্নীতি করে থাকে, সেই কথা সরাসরি তাঁকে জানানোর জন্য জনসাধারণকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘৯৯ শতাংশ প্রার্থী বাছাই ঠিক হয়েছে। তবে ১ শতাংশ আছে, যাঁরা চুরিও করবে, আবার টিকিটও চাইবে। এটা আমরা হতে দেব না।’ এরপরই দুর্নীতির বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সজাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এবার থেকে পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করা শুরু করব। কেউ যদি টাকা চায়, ছবি তুলে আমাকে পাঠাবেন।
একই সাথে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে গুন্ডা বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়? এখানে যখন বিএসএফ লোককে গুলি করে মেরে দিচ্ছে, তখন উনি আফ্রিকায় ঘুরছেন।