Breaking News

Howrah Jagacha: মানুষের মাথার খুলি উদ্ধার হাওড়ার জগাছায়

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah: মানুষের মাথার খুলি উদ্ধার হাওড়ার জগাছায়হাওড়ার জগাছা (Howrah) থানা এলাকার জিআইপি কলোনি প্রেস কোয়াটারের ফাঁকা জায়গায় মানুষের মাথার খুলি উদ্ধারকে ঘিরে  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।(Howrah) শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা ওই খুলিটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখেন। খুলি র মাথায় সিঁদুর লাগানো ছিল। তবে এটি কোনও তান্ত্রিকের ব্যবহার করা জিনিস কি না বা অন্য কোথা থেকে আনা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই খুলিটি দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ , কৌতুহলী জনতাকে সরিয়ে খুলিটিকে নিয়ে যায় থানায় । এই বিষয়ে তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ । খুলি টি উদ্ধার হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সঙ্গে কৌতূহলের সৃষ্টি হয়েছে বলে জানালেন এলাকার মানুষ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।