জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের অধীন মেটেলি থানার উদ্যোগে শুক্রবার নাগাইসুরি চা বাগানের চার্চ ময়দানে আয়োজিত হলো সচেতনতা শিবির। পুলিশ সূত্রে জানা গেছে এদিন শিবিরে মানব পাচার, মাদকের অপব্যবহার, সাইবার জালিয়াতি, পকসো আইন প্রভৃতি বিষয়ে এলাকাবাসীকে সচেতনতার বার্তা দেওয়া হয়। চা বাগান অধ্যূষিত এলাকাগুলোতে মানব পাচার চক্রের আড়কাঠিদের পাশাপাশি মাদকদ্রব্যের কারবারিরা সব সময় ফাঁদ পেতে থাকেন। একারনেই চা বাগান এলাকাগুলোতেই এই শিবির করে এলাকাবাসীকে সচেতন করার পদক্ষেপ গ্রহন করা হয়েছে। জেলা জুড়ে চা বলয়ে এই সচেতনতা শিবির আয়োজন করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Jalpaiguri: মেটেলী থানার উদ্যোগে সচেতনতা শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি