কলকাতা থেকে মেদিনীপুর আসার জন্য ট্রেনে চেপে ছিলেন এক মহিলা, (Midnapore railway station)মেদিনীপুরে নেমে যাওয়ার পর খেয়াল করেন যে ওনার দামী লেপটপের ব্যাগটি ট্রেনে ভুলে গেছেন, সঙ্গে সঙ্গে মেদিনীপুর স্টেশন মাস্টার জানান,ট্রেন তখন শালবনী স্টেশনে দাড়িয়ে| তিনি শালবনী স্টেশন মাস্টারকে খবর দেয় সেখানে কর্তব্যরত রেল সুরক্ষা বাহিনী জেনারেল বগি থেকে উদ্ধার করে, চন্দ্রকোণারোড রেল সুরক্ষা বাহিনীর আউট পোস্টে জমা দেওয়া হয় এবং ওখান থেকে মহিলা যাত্রী হাতে তুলে দেওয়া হয়|
Midnapore railway station: মহিলার হারিয়ে যাওয়া লেপটপ ফিরিয়ে দিল রেল সুরক্ষা বাহিনী
রিপোর্ট : গোপাল যাদব , এই যুগ, মেদিনীপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper