ব্যারাকপুর মধ্য নোনা চন্দন পুকুর অধিবাসী বৃন্দের দুর্গাপুজো এবারে ৪৮ তম বর্ষে পড়ল। শনিবার এই পুজোর উদ্বোধন এসে অভিনেতা তথা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বিঁধলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। পুজোর উদ্বোধনে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাংলায় এসে মিঠুন দাবি করেছিলেন ৩৮ জন তৃণমূল বিধায়ক নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রতিক্রিয়া, উনি আমার বন্ধু। কিন্তু উনি রাজনীতির বেশি কিছু বোঝেন না। তাছাড়া উনি তো নেতা নন, উনি একজন দলের কর্মী। শত্রুঘ্ন সিনহার দাবি, উনি হয়তো লাইম লাইটে আসার জন্য এসব বলছেন।
Shatrughan Sinha: মিঠুন রাজনীতির বেশি কিছু জানেন না ব্যারাকপুরে পুজোর উদ্বোধন এসে প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর