
স্বামী হারা (Howrah) এক মহিলা সহকর্মীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করা ও নানা কটূ কথা বলার অভিযোগে একটি বেসরকারি সংস্থার এক কর্মীকে গ্রেপ্তার করল লিলুয়া থানার পুলিশ। (Howrah)অভিযোগ ১৬ নং জাতীয় সড়কের পাশে চামড়াইলের লিলুয়া আমার অন্তর্গত একটি গাড়ির শোরুমে কর্মরত এক মহিলার সঙ্গে দীর্ঘদিন থেকে দুর্ব্যবহার করে আসছিল ওই সংস্থারই এক পুরুষ কর্মী। (Howrah)এনিয়ে বহুবার সংস্থার পক্ষ থেকে ও অন্য সহকর্মীরা ওই কর্মীকে বিরত করার চেষ্টা করলেও সে ছিল বেপরোয়া। তার কাছ থেকে মানসিক নির্যাতন ও দুর্ব্যবহারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল একই সংস্থায় কর্মরত ওই মহিলা কর্মীর।
যেহেতু স্বামীহারা ওই মহিলা একা নিজের সন্তানকে নিয়ে থাকেন বাপের বাড়িতে সেই সুযোগে ওই মহিলা কর্মীকে বারে বারে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্রির বিরুদ্ধে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলা কর্মীকে মানসিক নির্যাতন ও অপমান করা হত প্রতিনিয়ত বলেও অভিযোগ এমনকি তিনি পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে দু-এক দিন ছুটি নিলে তা নিয়ে কুরুচিকর মন্তব্য করে মহিলা কর্মীর নামে কর্মক্ষেত্রে নানারকম নোংরা কথা রটাতেন ওই ব্যক্তি তার ফলে ওই মহিলার কাজ করার পরিবেশও নষ্ট করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
বুধবারও কর্মক্ষেত্রে গেলে ওই মহিলা কর্মীকে প্রতিদিনের ন্যায় একইভাবে অপমান করে ওই ব্যক্তি ও তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আক্রমণ করে এবং তার শরীরে আঘাত করে ওই ব্যক্তি। তার প্রতিবাদ করলে তাঁকে দেখে নেওয়ার ও তাঁর চাকরির ও তার ক্ষতি করার হুমকিও দেয় ওই ব্যক্তি। অসহায় বোধ করে ওই মহিলা কর্মী ওই ব্যক্তির বিরুদ্ধে এদিন লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিপ্রেক্ষিতে ওই পুরুষ সহকর্মীকে লিলুয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। ওই মহিলা কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে লিলুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম চিরঞ্জীব কুমার। তার বাড়ি হাওড়ার সাঁকরাইলে থানার অন্তর্গত আন্দুল রাজবাড়ি লাইব্রেরীর কাছে। অভিযুক্তকে আজ হাওড়া আদালতে তোলা হয়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper