ঝুমা বৌদি আবার ঝড় তুলেছেন I তার যৌবনের আকর্ষণে শীতেও ঘাম ছুটছে অনুরাগীদের I বয়স ৪০ হলেও তাকে দেখে বোঝার উপায় নেই। এই বয়সে সেক্সি ফিগারে বলে বলে নিউকামারদের গোল দেন ঝুমা বউদি। নিজের গ্ল্যামারাস লুকের জন্য দর্শকমহলে সুপরিচিত ভোজপুরি অভিনেত্রী মোনালিসা ওরফে ঝুমা বউদি। ইতিমধ্যেই বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছেন তিনি।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কালো ব্রালেট পরে একটি ছবি শেয়ার করেছেন মোনালিসা। যেখানে নো মেক আপ লুকে দেখা গিয়েছে ভোজপুরী অভিনেত্রীকে। অভিনেত্রীর এই লুক দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। নো মেক আপ লুকে অভিনেত্রীকে দেখে প্রশংসায় যেমন ভরিয়ে দিয়েছেন তেমনি কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা। নেটিজেনদের একজন বয়স্ক বলে কটাক্ষ করেছেন। কেউ লিখেছেন, আপনার কি ঠান্ডা লাগে না। শীতের উষ্ণতায় গা গরম করা ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন মোনালিসা।ভোজপুরী অভিনেত্রী মোনালিসা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। তাকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। শরীর নেশায় ভক্তদের ঘুম কাড়তে তার জুড়ি মেলা ভার। টলি থেকে বলি সর্বত্রই তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন। বিগ বসে অংশ নেওয়ার পর থেকে যেন তার চাহিদা তুঙ্গে। বর্তমানে হিন্দি টেলিভিশনেও অভিনয় করছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে একের পর এক ছবিতে নজর কাড়ছেন সকলের প্রিয় ঝুমা বউদি। যত দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয়তা বাড়ছে মোনালিসার। নায়িকা কে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। নেটদুনিয়ায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার মোনালিসার। সর্বদাই হট ফোটোশ্যুটে ভক্তদের পাগল করে দেন মোনালিসা Iসাহসী ছবি, লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ -এর ঝুমা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ছবি ঘিরে উন্মাদনা চলছেই I
Tags Monalisa
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper