ইনস্টাগ্রাম রিল থেকে ইউটিউব শর্টস সর্বত্র দক্ষিণী সুপারস্টার রশ্মিকার ‘সামি সামি’ গানের নাচের স্টেপে ছেয়ে গেছে । আর সেই তালিকায় নাম লেখালেন টলিউডের সেন্সেশনাল অভিনেত্রী মনামী ঘোষ I ট্রেন্ড ফলো করে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝড়ালেন মানামি ঘোষ । জনপ্রিয় এই গানকে গ্রাম বাংলার সর্ষে ক্ষেতের মধ্যে এক অভিনবত্ব দিয়েছেন মনামী I এমন কিছু কিছু অভিনেত্রী আছেন যাঁদের দেখে বোঝার উপায় নেই তাঁদের বয়স কমছে না বাড়ছে। আর এর মধ্যে একজন অন্যতম নায়িকা মনামী I তাঁর চেহারা দেখে বোঝা যায় না তিনি ৩৭ বছরের অভিনেত্রী। সব সময়ই তিনি ট্রেন্ডিং মেনে চলেন। তাই তিনি দক্ষিণী ছবি ‘পুষ্পা’র জনপ্রিয় গান ‘সামি সামি’ তে নেচে নেটদুনিয়ার মন জয় করলেন ।সব সময়ই তিনি ডান্স ডিভা হিসেবে পরিচিতি পেয়েছেন। অসামান্য অভিনয়ের সাথে সাথেই দুর্দান্ত নাচে পারদর্শী এই অভিনেত্রী । সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ এই অভিনেত্রী প্রায়ই বিভিন্ন রকমের নাচের ভিডিও পোস্ট করেন।ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে চারজন যুবতী মেয়ের সাথে হলুদ শাড়ি এবং লাল ব্লাউজের বিনুনি করা চুলে ‘সামি সামি’ গানের সাথে শরীরী দোলায় মাত করলেন। মানামি ঘোষ নিতান্ত গ্রামবাংলার পরিবেশে খোলা প্রকৃতির মাঝে হলুদ খেতে অসামান্য ভঙ্গিমায় নেচে চমকে দিয়েছেন তাঁর অনুরাগীদের ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper