অভিনেত্রী মৌনি রায়কে নিয়ে বিয়ের পর থেকেই মাতোয়ারা বি-টাউন ও তার অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বলিপাড়ার আলোচিত এই দম্পতি সর্বদাই শিরোনামে থাকেন। আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন মৌনি রায়। সময় পেলেই স্বামী সূরজের সঙ্গে সময় কাটাতে দুবাইতে চলে যান নায়িকা। নিজের অবসর যাপনের ছবি ভক্তদের সঙ্গেও শেয়ার করেন মৌনি। ভক্তদের নজরে থাকতে তার জুড়ি মেলা ভার । এবারও তার অন্যথা হল না।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ফের লাইমলাইটে চলে এসেছেন মৌনি রায়। অফ হোয়াইট মিনি কসেট ড্রেস পরে ধরা দিলেন মৌনি। পোশাকের সঙ্গে ম্যাচ করে কালো স্নিকার্স, চোখে রোদচশমা, হালকা মেক আপে লাস্যময়ী মৌনিকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। তবে অভিনেত্রীর হাতের বহুমূল্য ব্যাগ নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই সাজ দেখে মুগ্ধ ম্রুনাল ঠাকুর ও Iবলিউডের অভিনেত্রীদের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকাপোক্ত করে নিয়েছেন মৌনি রায়। টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা ‘নাগিন’-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত অভিনেত্রী। কিছুদিন আগেও স্বামী সূরজের সঙ্গে চুম্বনের ছবি পোস্ট করেই নেটপাড়ায় আগুন জ্বালিয়েছিলেন মৌনি। স্বামীর জন্মদিনের দিন মধ্যরাতেই একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেই শিরোনামে উঠে এসেছিলেন সূরজ ও মৌনি। মুহূর্তে ভাইরাল হয়েছিল তাদের অন্তরঙ্গ ছবি। ছবিতে দেখা গেছে, স্বামী সূরজের সঙ্গে ইয়টে সময় কাটাচ্ছেন মৌনি রায়। সমুদ্রকে উপভোগ করতে করতেই চরম অন্তরঙ্গতায় ধরা দিলেন নায়িকা। একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে। ধবধবে সরু ফিতের সাদা পোশাকে দেখা গিয়েছে মৌনি রায়কে। সেক্সি বডিকন ড্রেসে ঝড় তুলেছেন অভিনেত্রী। মৌনির স্বামী সূরজকেও সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্স পরে দেখা গেছে।নায়িকার এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে I
Tags Mouni Roy
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper