Breaking News

Mouni Roy: মৌনি জাদুতে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া , ভাইরাল ছবি

Mouni Roy: মৌনি জাদুতে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া , ভাইরাল ছবিফের (Mouni Roy)সোশ্যাল মিডিয়ায় নয়া ছবি পোস্ট করে রাতের ঘুম কেড়ে নিলেন মৌনি রায়। (Mouni Roy)মৌনি রায়ের হট অবতার দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা ।গোলাপি রঙের বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষের খাঁজ। খোলা চুল, হালকা মেক আপে লাস্যময়ী মৌনি যেন এক মোহময়ী নারী । বক্ষ-বিভাজিকার খাঁজে নিমেষে ঘায়েল হয়েছেন অনুরাগীরা।কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন-সব পোশাকেই ভক্তদের মাতিয়ে রাখেন বাঙালি কন্যা মৌনি রায়। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।সকলের কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর স্বামী সূরজের মন্তব্য। তিনি কমেন্টে জানিয়েছেন, তিনি কত সৌভাগ্য।নিজের ইনস্টাগ্রামে প্রায়শই ছবি পোস্ট করে থাকেন মৌনি রায়। আসলে মৌনির ফ্যাশন মন্ত্রটাই সকলের থেকে আলাদা। প্রতিটা পোশাকের মধ্যেই অভিনবত্বের ছোঁয়া রাখেন মৌনি রায়, যা তাকে আর বেশি আকর্ষণীয় করে তোলে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্য-নতুন পোশাকে দেখা যায় নায়িকাকে।বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন আর তার অনুরাগীরা। বলিপাড়ার হট হ্যাপেনিং এই যুগল সর্বদাই খবরের শিরোনামে থাকেন। আরো একবার মৌনী মাত করলেন তার ভক্তদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।