নাগীন কন্যা মৌনি রায়কে নিয়ে উত্তেজনার শেষ নেই বলিউডে। এই সুন্দরী ডিভার সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে কৌতুহল বেড়েই চলেছে। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটি আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । এই বাঙালি বলিউডের ইতিমধ্যেই নিজের নাম পাকাপোক্ত করে নিয়েছেন । তার শরীরের আবেদনে মুগ্ধ নেটিজেনরা। মৌনি রায়ের শরীরী মোচড়ের ছবি ক্রমশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি তিনি বড়দিনের প্রাক্কালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করেছেন যা নেট মাধ্যমে আগুন জ্বালিয়েছে Iসাদা রঙের মিনি স্কার্ট মাঝে উঁকি মারছে বক্ষযুগলের অর্ধাংশ I বেরিয়ে আছে পেটের অর্ধেক অংশ I ছবির নিচে লেখা ক্রিসমাস ভাইবস I নায়িকার এই হট অবতার দেখেই পাগল হয়েছেন তার অসংখ্য ফ্যান I মৌনি রায়ের শরীরী মোচড়ের ছবি ক্রমশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এককথায় বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা মৌনি Iতার মিষ্টি দুষ্টু হাসির সাথে মনকাড়া পোশাক সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন কেড়েছে Iহইচই শুরু হয়েছে সেই ছবির আবেদন দেখে I বড়দিনের সকালে নায়িকার এই ছবি সোশ্যাল মিডিয়াতে আলোচনার বিষয় হয়ে উঠেছে Iএই মুহুর্তে বি-টাউনের সেক্সিয়েস্টদের মধ্যে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলোচিত নাম মৌনির I বড়দিনের বাজার মৌনির হট সেনসেশন ছবির জন্য গরম হয়ে উঠেছে I ছবির নিচে লাইক ও কমেন্টের বন্যা বয়ে চলেছে I
Tags Mouni Roy
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper