ছিনতাই তে বাঁধা ,দুষ্কৃতিকারীদের হাতে মহিলার মৃত্যু। ১৬ নং জাতীয় সড়কের ঘটনা। জানা গেছে আজ সকাল ৬ টা নাগাদ নিজেদের গাড়ি নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন প্রকাশ কুমার,তার স্ত্রী রিয়া কুমারী ও তাদের ছোট বাচ্চা। হাওড়ার বাগনানে জাতীয় সড়কের মহিষরেখা ব্রীজের কাছে টয়লেট সারার জন্য তারা গাড়ি দাঁড় করান। সেই সময় ৩ জন দুস্কৃতি তাদের সর্বস্ব ছিনতাই করার চেষ্টা করলে বাঁধা দেন রিয়া। তখন রিয়ার উপর ঝাপিয়ে পড়ে ৩ দুস্কৃতি। তার মাথায় গুরুতর চোট লাগে। তখনই সেখান থেকে পালিয়ে যায় দুস্কৃতিরা। কোনক্রমে আহত স্ত্রীকে নিয়ে কুলগাছিয়া পীরতলায় পালিয়ে আসেন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ কে খবর দেওয়া হলে, রাজাপুর থানার পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে রিয়া কুমারী কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিনতাই তে বাঁধা দেওয়ায় কারণে রিয়া কুমারী কে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Murder Howrah: ছিনতাইয়ে বাঁধা, দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যু মহিলার হাওড়ার বাগনানে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper