মুর্শিদাবাদ (Murshidabad) পুলিশ জেলার মুর্শিদাবাদ থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে থানা এলাকার চুনাখালি মোড়ের কাছে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন ও কুড়ি রাউন্ড তাজা কার্তুজ। উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শুক্রবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের অনুমান ধৃতরা বে আইনী অস্ত্র কারবারের চক্রের সদস্য। এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
Murshidabad: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper