নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পঞ্চায়েত স্তরিও গঙ্গাদূত দের ২ দিনের প্রশিক্ষণ শিবির নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর উদ্যোগে ও সেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় লালগোলা পাইকপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হলো । এই প্রশিক্ষন শিবিরে নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত লালগোলা ও সামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন গঙ্গা গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত গঙ্গাদুতদের প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি শেষে শংসাপত্র দেওয়া হয়। এই শিবিরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রশিক্ষন দেন। উপস্থিত ছিলেন নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সাত্যকি জানা, শিক্ষক সুজন সরকার , শিক্ষক মানিক বিশ্বাস, জয়শ্রী দত্ত ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাএবং বিশিষ্ট সমাজসেবী রা ।নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সাত্যকি জানা বলেন, এই প্রশিক্ষন শিবিরে ব্লকের বিভিন্ন গঙ্গা নদী সংলগ্ন গ্রাম গুলির যুব ও তরুণ গঙ্গাদূত দের দল এই প্রকল্পের উদ্দেশ্য ও মূল লক্ষ্য সম্পর্কে ও গঙ্গা নদীর সঙ্গে এর সহায়ক নদী গুলির ভূমিকা ও সমাজকল্যাণ এর জন্য প্রত্যেক এর সামাজিক দায়িত্বও সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এই প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন গঙ্গা গ্রাম থেকে আগত গঙ্গাদুত দের গঙ্গা নদী দূষণ, নদী পুনর্জীবন এর ধারণা ক্রমশ পরিষ্কার হচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন যোগা,পদযাত্রা, স্বচ্ছতা অভিযান, শপথ বাক্যপাঠ ইত্যাদি বিষয়ে সকল প্রতিযোগীদের উৎসাহপূর্বক অংশগ্রহন দেখা যায়।অন্যদিকে নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পঞ্চায়েত স্তরিও গঙ্গাদূত দের ২ দিনের প্রশিক্ষণ শিবির নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর উদ্যোগে ফারাক্কা নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো। এই প্রশিক্ষন শিবিরে নামামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত ফারাক্কা ব্লকের বিভিন্ন গঙ্গা গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত গঙ্গাদুত দের প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদান করা হয়। শিবিরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রশিক্ষন দেন। উপস্থিত ছিলেন নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সাত্যকি জানা,নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা মণ্ডল , পঞ্চায়েত সদস্য প্রশান্ত মণ্ডল ও আজফারুল, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং বিশিষ্ট সমাজসেবীরা।নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সাত্যকি জানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই প্রশিক্ষন শিবিরে ব্লকের বিভিন্ন গঙ্গা নদী সংলগ্ন গ্রাম গুলি থেকে আগত যুব ও তরুণ গঙ্গাদূত দের দল এই প্রকল্পের উদ্দেশ্য ও মূল লক্ষ্য সম্পর্কে ও গঙ্গা নদীর সঙ্গে এর সহায়ক নদী গুলির ভূমিকা ও সমাজকল্যাণ এর জন্য প্রত্যেক এর সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা করার পাশাপাশি এই প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন গঙ্গা গ্রাম থেকে আগত গঙ্গাদুত দের গঙ্গা নদী দূষণ, নদী পুনর্জীবন এর ধারণা ক্রমশ পরিষ্কার হচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন যোগা,পদযাত্রা, স্বচ্ছতা অভিযান, শপথ বাক্যপাঠ ইত্যাদি বিষয়ে সকল ট্রেনি প্রতিযোগীদের উৎসাহপূর্বক অংশগ্রহন দেখা যায়।
Murshidabad: মুর্শিদাবাদে নমামি গঙ্গা প্রকল্পে পঞ্চায়েত এলাকার ২০০ জন গঙ্গাদূতদের লালগোলা ও সামশেরগঞ্জে প্রশিক্ষণ দেওয়া হলো
রিপোর্ট : রাজেন্দ্র নাথ দত্ত , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper