মুর্শিদাবাদ জেলা পুলিশের (Murshidabad) স্পেশাল অপারেশন গ্রুপ এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে বহরমপুর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় চারোটি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন ও একশ ত্রিশটি গুলি। উদ্ধার করা সামগ্রী সমূহ বাজেয়াপ্ত করে পুলিশ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় বহরমপুর থানায় মামলা রুজু করে ধৃতকে আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি আন্তরাজ্য অস্ত্র পাচার চক্রের সদস্য। সে অস্ত্র ও গুলি পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে এসেছে। এই চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের নাম ধাম গোপন রেখেছে।
Murshidabad: উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র সহ গুলি ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ