শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Murshidabad: উদ্ধার হেরোইন, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: উদ্ধার হেরোইন, গ্রেপ্তার এক মুর্শিদাবাদ জেলা (Murshidabad) পুলিশের লালগোলা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত থেকে উদ্ধার হয় দুশো একাত্তর গ্রাম হেরোইন। উদ্ধার করা হেরোইন বাজেয়াপ্ত করে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে হেরোইন উদ্ধার, বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ ধৃত ব্যক্তির নাম ঠিকানা গোপন রেখেছে। এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে লালগোলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেরোইন কান্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।