মুর্শিদাবাদ (Murshidabad)জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও খড়গ্রাম থানার পুলিশ গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে থানা এলাকার শেরপুর মোড়ের কাছে একটি চার চাকার ছোট গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় সাঁইত্রিশ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা গাঁজা পাচারের ছক কষেছিলো। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। এই পাচার চক্রের সাথে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Murshidabad: উদ্ধার সাঁইত্রিশ কেজি গাঁজা, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ