বৃহস্পতিবার , অক্টোবর 9 2025
Breaking News

Nadia: রানাঘাটে উদযাপিত আন্তর্জাতিক বিপর্যয় হ্রাসকরন দিবস

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, নদীয়া

Nadia: রানাঘাটে উদযাপিত আন্তর্জাতিক বিপর্যয় হ্রাসকরন দিবসরানাঘাট অসামরিক প্রতিরক্ষা বিভাগ ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর এবং রিলায়েন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মক ডিলের মাধ্যমে আন্তর্জাতিক বিপর্যয় হ্রাসকরন দিবস উদযাপন করা হল। এই বিশেষ দিনে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট মহাকুমা শাসক, উপ মহাকুমা শাসক এবং বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিনিধিগনেরা। বিশেষ প্রশিক্ষণে এই বিস্তীর্ণ এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা এদিন উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মক ডিলের মাধ্যমে দেখানো হল, কিভাবে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়। কিংবা কোনও বিধ্বস্ত বিল্ডিং থেকে কিভাবে মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা যায়। তাছাড়া আগুনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সমস্ত কলা-কৌশল সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা ডেমো করে দেখান। নতুন প্রজন্মের কাছে এই ধরনের প্রশিক্ষণ শিবির নিঃসন্দেহে ভীষণ তাৎপর্যপূর্ণ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।