ডেঙ্গু নিয়ে নৈহাটি পুরসভায় বিজেপির যুব মোর্চার ডেপুটেশন ঘিরে শুক্রবার ধুন্ধুমার কান্ড ঘটে গেল। নৈহাটি মন্ডল-১ ও ২ যুব মোর্চার পক্ষ থেকে এদিন বিকেলে গৌরীপুর চৌমাথা থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত মিছিল করা হয়। মিছিল শেষে তিনজনের প্রতিনিধি দল পুরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দিতে যান। এদিকে পুরসভার গেটের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশের উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি থেকে মারপিট বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ-সভানেত্রী জিনিয়া চক্রবর্তী। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্তিতির সামাল দেয়। আক্রান্ত বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তীর অভিযোগ, পুরসভার গেটে তৃণমূলী গুন্ডারা তাদের ওপর হামলা চালিয়েছে। তাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বলেন, দলীয় কর্মীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল। কিন্তু তৃণমূলের লোকজন অতর্কিতে দলীয় কর্মীদের ওপর আক্রমণ করে। তৃণমূলের হামলায় ১০ জন কর্মী আহত হয়েছেন। গুরুতর জখম জিনিয়া চক্রবর্তী, তন্দ্রা অধিকারী ও অনিন্দিতা সরকারকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাকে ইন্টিমেশন না দিয়েই বিজেপি ডেঙ্গু নিয়ে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল। তবুও ওদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছি। কিন্তু ওরা জানাতে পারেনি কোন ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। অশোক বাবুর পাল্টা দাবি, বিজেপি কর্মীদের আক্রমণে তাদের চার-পাচঁজন আহত হয়েছেন। ফুলকলি চ্যাটার্জি নামে পুরসভার এক অস্থায়ী কর্মীর কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে।
ডেঙ্গু নিয়ে নৈহাটি পুরসভায় বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার কান্ড
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper