হলিউড বা (tollywood) বলিউড তারকাদের ফ্যাশন সেন্স এবং স্টাইলিং আমাদের বেশ মুগ্ধ করে। চমৎকার সব পোশাক দেখেই চোখ আটকে যায় আমেজনতার । কিন্তু আমাদের টলিপাড়ার ডিভারাও কিন্তু কম যায় না।(tollywood) মনামী ঘোষ থেকে নুসরত জাহান প্রত্যেকেরই ফ্যাশন স্টাইল বেশ প্রশংসনীয়।কখনও তাঁরা বাঙালি আটপৌরে সাজে ধরা দেন, আবার কোনও কোনও সময়ে দুর্দান্ত পশ্চিমী পোশাকেও বাজিমাত করেন। মনামী ঘোষ থেকে নুসরত জাহান, পশ্চিমী পোশাকে উত্তপ্ত শহর কলকাতার তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিলেন এই টলি ডিভারা।
বডিকন ফ্লোর লেন্থড্রেসটি মনামীর সুন্দর টোনড ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল। হাইলাইট করেছিল তাঁর কার্ভলাইনকে।মনামীর এই বোনড ড্রেসটিতে ফুল স্লিভ এবং হাই নেক ড্রেসে মোহময়ী হয়ে উঠেছিলেন মনামী। এর সঙ্গে মানানসই স্টেটমেন্ট জুয়েলারিও পরেছিলেন। চমৎকার হেয়ারস্টাইল এবং দুর্দান্ত মেকআপে তাঁকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে, তাঁর দিক থেকে চোখ ফেরানো অকল্পনীয়।
নুসরত জাহানের এই লুকটিও ছিল অসাধারণ। পোশাকের প্রতিটি অংশেই ছিল বোল্ড ছোঁয়া। অফ শোল্ডাল লো নেকলাইন কালো রঙের কর্সেট টপ পরেছিলেন নুসরত। তার সঙ্গে ল্যাটেস্ক কালো প্যান্টও পরেছিলেন।এই স্কিন ফিট প্যান্টের উপর থেকে নিচ পর্যন্ত কাট আউট ডিটেলিং দেওয়া হয়েছিল, যা তাঁর সাজে দিয়েছিল হট ছোঁয়া। এই লুক সম্পূর্ণ করতে টপের সঙ্গে জ্যাকেট পরেছিলেন নুসরত। হুপ ইয়াররিংস এবং তাক লাগানো হেয়ারস্টাইলে নুসরত ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’।দুই ডিভার এমন নজরকারে লুক আগুন জ্বালিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper