কোচবিহার জেলায় (Alipurduar) রেলের সমস্যা নিয়ে এবার উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এমের দ্বারস্থ হলেন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ সহ একাধিক নেতৃত্ব।মঙ্গলবার কোচবিহার জেলার সকল নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সাংসদ,মন্ত্রী,সকল জেলা পরিসদ সদস্য,১২ জন পঞ্চায়েত সমিতি সভাপতিরা এদিন দুপুরে আলিপুরদুয়ারে ডিআরএম সঙ্গে দেখা করলেন।কোচবিহারের সাংসদ জগদীশ বসুনীয়া বলেন,আমাদের জেলার উন্নয়নের প্রায় পিট্ লাইন ও সিক লাইন প্রায় ২০০ কোটি টাকার বরাদ্দ তুলে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে।এদিন এই দাবি তুলে ধরা হয়েছে।এছাড়া উত্তরবঙ্গ এক্সপ্রেসের ওল্ড কোচবিহার স্টেশনে স্টপেজ চালু করার দাবি ও রয়েছে ।ওল্ড স্টেশন এর দুপাশের পাশাপাশি রয়েছে,রাস্তায় কালীঘাট রোড ও বিবেকানন্দ স্ট্রীটে রেল লাইন এর অপর ফ্লাই ওভার।এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন,পাঁচ বছর কেটে গেছে কোচবিহারে স্পোর্টস হাব হয়নি।বিভিন্ন এলাকায় নেই আর ও বি।ফলে সমস্যায় পড়ছেন সাধারন মানুষ ও ছাত্র ছাত্রীরা।যদি ও এ ব্যাপারে ডি আর এম আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান ।ডি আর এম অমরজিত গৌতম তৃনমূলের সাংসদ ও মন্ত্রীদের বক্তব্য শুনে প্রকল্প গুলি রুপায়নে আশ্বাস দিয়েছেন।এদিন ওই প্রতিনিধিদলে ছিলেন, উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ,কোচবিহার জেলা পরিষদের সহকারি সভাধিপতি জলিল আহমেদ ,কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া ,তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক ,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন প্রমুখ।
Alipurduar: উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার