Breaking News

Dr. Subhas Sarkar Jalpaiguri: এনজিপিতে “রোজগার মেলায়” চাকরি নিয়োগ পত্র তুলে দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Dr. Subhas Sarkar Jalpaiguri: এনজিপিতে "রোজগার মেলায়" চাকরি নিয়োগ পত্র তুলে দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার মঙ্গলবার জলপাইগুড়ি এনজিপিতে রেলওয়ে (Jalpaiguri)  অফিসে প্রধানমন্ত্রী দ্বারা ডাক বিভাগের আয়োজনে আয়োজিত “রোজগার মেলা ” অনুষ্ঠানে সারা দেশের সাথে উত্তরবঙ্গেও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের হাতে নিয়েোগ পত্র তুলে দেওয়া হয়। তুলে দেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় ত্ত শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ।উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জোনের ভার প্রাপ্ত অখিলেশ কুমার পান্ডে সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।