উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ (ATM) থানার রূপবাড়ী গ্রাম পঞ্চায়েতের ঘটনা।(ATM) অভিযোগকারী বধূ সাগরিকা দাস জানাচ্ছেন তার কাছে একটি ভুয়ো ফোন নাম্বার থেকে কল যায়।(ATM) তার এটিএম কার্ড এসে গেছে এক্ষুনি চালু করতে হবে।
আপনার কাছে একটি ওটিপি যাবে সেই নাম্বারটা বলবেন ওই বধূ ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি বলে দেন।তার এটিএম কার্ডের যে ১ লক্ষ ১৫ হাজার টাকা ছিল। সেই টাকা তুলে নিয়েছে। এই নিয়েও চলতি বছরের গত জুলাই মাসের ২২ তারিখে ওই গৃহবধূ তার টাকা এটিএম থেকে চলে যাওয়ায় প্রতারণা শিকার হয়েছে। ব্যাংক এজেন্ট অনিমেষ সরকারের বিরুদ্ধে হাসনাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাগরিকা দাস নামের ওই গৃহবধূ।পুলিশ তদন্তে নেমে কোন খোঁজ পাচ্ছিলেন না। এদিন হঠাৎ বসিরহাট দণ্ডীরাট একটি রাষ্ট্রত্ত্ব ব্যাংক ওই যুবক আসলে বধূ জানতে পারে তখন হাতেনাতে তাকে এসে পাকড়াও করে পুলিশ।
পুরো বিষয়টা একদিকে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে অন্যদিকে গ্রাহকদের জানানোর পর তাকে আটকে রাখে। আগে হিঙ্গলগঞ্জের ব্যাংক এজেন্ট হিসেবে কাজ করতেন অনিমেষ সরকার বলেন উনি যদি প্রমাণ করাতে পারেন যে আমি ওনার টাকা ওটিপি নিয়ে আত্মসাৎ করেছি সব টাকা ফেরত দিয়ে দেব এই নিয়ে বাগ বিতন্ডা জড়িয়ে পড়ে গ্রাহকদের সঙ্গে। ওই ব্যাংক এজেন্ট তারপর পুলিশকে খবর দিলে বসিরহাট থানার পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। গৃহবধি দাবি, হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় এটিএম কার্ড চালু করে দেয়ার নাম করে অনেক জনের কাছে প্রতারণা করেছে এই ব্যাংক এজেন্ট। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে বড় সর কোন চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper