রবিবার ভোররাতে একদল (North 24 Parganas) দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছেন হাড়োয়ার তৃণমূল কংগ্রেস নেতা সাহেব আলী গাজী। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের এবারের জয়ী প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ১নং ব্লকের ক্ষেত মজুর সংগঠনের সভাপতি সাহেব আলী গাজী খুন হন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়িয়েছে। ইতিমধ্যে তদন্তের স্বার্থে পুলিশ শেখ সাহেব আলী বাইক চালক মোর্শেদ শেখকে আটক করেছে। পাশাপাশি ঘটনাস্থল সামলা বাজার এলাকায় দুই কর্তব্যরত সিভিক পুলিশকে হাড়োয়া থানায় মুখোমুখি জেরা করছে পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের তরফে। শেখ সাহেব আলীর পরিবারের দাবি, পরিকল্পনা করে দুষ্কৃতীরা সাহেব আলীকে খুন করেছে। দুষ্কৃতিকে গ্রেপ্তার দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন সরকারি চাকরির।
North 24 Parganas: হাড়োয়ায় তৃণমূল নেতা খুনে আটক এক ,ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করলো পুলিশ
রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper