স্ত্রীর গায়ে কেরোসিন (Jalpaiguri) তেল ঢেলে আগুন জ্বালিয়ে মেরে ফেলার ঘটনা ঘটলো জলপাইগুড়ি জেলার ওদলাবাড়িতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদ এর বাসিন্দা কাজল দেবী অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসারত থাকাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে শিলিগুড়ি মেডিকেল কলেজে।(Jalpaiguri) পরবর্তীতে মৃতার বোন মালবাজার থানায় কাজল দেবীর স্বামী কৃষাণ প্রসাদের নামে অভিযোগ দায়ের করে।
অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদ এর বাসিন্দা হলেও গত তিন বছর ধরে কর্মসূত্রে পরিবার নিয়ে ওদলাবাড়ি এলাকার আমরা ছড়া নদীর পাড়ে বসবাস করছিলেন। পারিবারিক বিবাদের জেরে গত কুড়ি জুলাই অভিযুক্ত কিষান প্রসাদ তার স্ত্রী কাজল দেবীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। অভিযোগ, কাজল দেবী র চার বছরের একমাত্র পুত্র সন্তান বাধা দিতে এলে তাকেও বেধড়ক মারধর করে অভিযুক্ত কিষান প্রসাদ। পরবর্তীতে, অগ্নিদগ্ধ অবস্থায় কাজল দেবি কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই এদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন ২১ বছর বয়সী কাজলদেবী। ঘটনায় মূল অভিযুক্ত কিষান প্রসাদ কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালবাজার থানার আইসি সুজিত লামা। বিষয়টি নিয়ে মালবাজার থানার আইসি সুজিত লামা আরো বলেন, ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজ চলছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper