শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Howrah Amta train: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ,দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া আমতা লাইনে ট্রেন চলাচল বন্ধ

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah Amta train: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ,দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া আমতা লাইনে ট্রেন চলাচল বন্ধহঠাৎ ওভারহেডের তার ছিঁড়ে (train) বিপত্তির জেরে দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া আমতা লাইনে ট্রেন চলাচল বন্ধ। আমতা থেকে হাওড়া আসার সময় বালিটিকুরির আগে তার ছিঁড়ে জড়িয়ে যায়। ট্রেন থেকে নেমে লাইন দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করেন কয়েকশো যাত্রী।রেলকর্মীদের তৎপরতায় তার জোড়ার কাজ চলছে দ্রুত গতিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।