বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Jalpaiguri: পাচারের পথে উদ্ধার একশো পঁচিশ কেজি গাঁজা ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: পাচারের পথে উদ্ধার একশো পঁচিশ কেজি গাঁজা ,গ্রেপ্তার দুইমেঘালয়ের (Jalpaiguri)রাজধানী শিলং থেকে একটি বারো চাকার ট্রাকে করে বিহারে পাচারের উদ্দ্যেশ্যে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে গোপন সুত্রে এই খবর পেয়ে জলপাইগুড়ি পুলিশের একটি বিশেষ টিম ময়নাগুড়ি থানার অন্তর্গত আসাম মোড়ে ওঁত পেতে থাকে। সোমবার দুপুরে তারা ট্রাকটিকে আটক করে তল্লাশী চালাতেই ট্রাক থেকে উদ্ধার হয় সিল করা চৌদ্দটি গাঁজার প্যাকেট। উদ্ধার করা গাঁজার ওজন একশো পঁচিশ কেজি। গ্রেপ্তার করা হয় চালক ও তার সহকারীকে। ধৃতদের নাম মোনাজ রায় ও মনীশ কুমার, উভয়ের বাড়ি বিহারের বৈশালী জেলার বিদুপুরে। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।