Breaking News

Jal Swapna Prakalpa: জল স্বপ্ন প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Jal Swapna Prakalpa: জল স্বপ্ন প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতিআলিপুরদুয়ার (Jal Swapna Prakalpa) জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামাখ্যাগুড়ি মৌজায় জল স্বপ্ন প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা।

মঙ্গলবার (Jal Swapna Prakalpa) দক্ষিণ কামাখ্যাগুড়ি মৌজায় আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, সমাজসেবী ধীরেশ চন্দ্র রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।

পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা জানান এলাকার প্রতিটি বাড়িতে নলবাহী বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দ্যেশ্যে এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প। এটির কাজ শেষ হলে এলাকার প্রচুর মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন। প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশী এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।