আহত বিজেপি (BJP) কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে কোচবিহার জেলার নাটাবারির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে শাসকদল তৃণমূল।(BJP) তিনি জানান তার বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জ এর বাসিন্দা এবং বিজেপি কর্মী নগেন রায়ের বাড়িতে গিয়ে রবিবার হামলা চালায় দশ বারোজন তৃণমূলী হার্মাদ।
গুরুতর আহত নগেন রায়কে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই সোমবার তাকে দেখতে যান বিধায়ক। আহত কর্মীকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় বিধায়ক তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করে সরব হন। তিনি বলেন একের পর এক তৃণমূলের মন্ত্রী, নেতা দূর্নীতির অভিযোগে জেলে যাচ্ছেন, দিন দিন এই তালিকা বেড়েই চলেছে। একারণেই তৃণমূল ভয় পেয়েছে এবং রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপি কর্মীদের ওপর হামলা করছে। এভাবেই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে শাসকদল পঞ্চায়েত নির্বাচনকে বিরোধী শুন্য করতে চাইছে। তবে বিজেপি কর্মীরা সন্ত্রাস প্রতিরোধ করতে প্রস্তুত বলেও তিনি জানান । এদিন তার সাথে ছিলেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা।