পঞ্চায়েত ভোটে বিজেপির (BJP) প্রার্থীতালিকায় বড় চমক মাথাভাঙ্গায়। (BJP) জেলা পরিষদের ৯ নম্বর আসনে বিজেপি এইবার প্রার্থী করল বৈরাগীরহাটের বৃহন্নলা সমাজের কর্ণধার পিংকি বর্মনকে।(BJP) বৃহস্পতিবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিযেছেন পিংকি।
ওই আসনে গতবার জিতেছিলেন তৃণমূলের শুক্লা রায় বিশ্বাস। এবারও তাঁকে তৃণমূল ওই আসনে প্রার্থী করেছে। শুক্লাদেবীর তুলনায় রাজনীতিতে অনভিজ্ঞ পিংকি কিন্তু জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। তাঁর কথায়, ‘ভিক্ষাবৃত্তি করে সারাবছর মানুষের সেবা করি। বৃহত্তর পরিসরে সেবা করার লক্ষ্যেই ভোটের আঙিনায় পা রাখলাম। মানুষের আশীর্বাদে ভোটে আমিই জিতব।’তৃণমূলের মাথাভাঙ্গা ১(এ) সাংগঠনিক ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন অবশ্য মনে করেন, ‘উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ তৃণমূলকেই ভোট দেবেন। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কে দাঁড়ালেন সেটা কোনও বিষয় না। ওই আসনে তৃণমূল প্রার্থীই জিতবেন।’ তবে তৃণমূলের ‘ওজনদার’ প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে বৃহন্নলা সমাজের পিংকিকে দাঁড় করানোর ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।