হাওড়া জগৎবল্লভপুর থানার গোবিন্দপুরে মাছাল প্রাথমিক বাদ্যালয়ে মিড ডে মিল রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিণ্ডার লিক করে। ধোয়ায় ভরে যায় রান্নাঘর। স্কুলের শিক্ষকরা দেখতে পেয়ে ছাত্র ছাত্রীদের স্কুল থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এলাকাবাসিরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাবার চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানিয় বি ডি ও সমেত গোবিন্দপুরের তৃণমূল সভাপতি গোবিন্দ মাঝি সহ একাধীক প্রসাশনের আধিকারীকরা। যদিও সমস্ত ছাত্র ছাত্রীরা নিরাপদ বলে দাবী করেন স্কুল কর্তীপক্ষ। কেন এই গ্যাস সিলিণ্ডার লিক হলো এবং কার গাফিলতিতে একটা বড় দুর্ঘটনা থেকে সবিই রক্ষা পেল তারই তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
Howrah Jagatballabpur: বিদ্যালয়ে গ্যাস লিক করে আতঙ্ক জগৎবল্লভপুরে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper