নবান্ন থেকে মাত্র (water)ঢিল ছোড়া দূরত্বে গড়ফা বর্গক্ষেত্র পাড়া ৪৬ নম্বর ওয়ার্ড । (water)দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রায় ৩ হাজার থেকে চার হাজার লোকের বাস । দুখানা বুথ মিলিয়ে দুই হাজার ভোটার । দীর্ঘদিন ধরে তারা জল সংকটে ভুগছে ।পাম্পিং স্টেশন তৈরি করা হলেও কিন্তু সেখান থেকে জল পায় না এলাকার মানুষজনেরা ।
তার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষ। বোরিং এর কল থাকা সত্ত্বেও সেগুলোর বেহাল দশা । ভোট আসলে রাজনৈতিক নেতারা আশ্বাস দিয়ে যান ভোট চলে গেলে আর তাদের দেখা মেলে না । অভিযোগ এলাকার মানুষের বারবার বিভিন্ন আধিকারিকদের জানানো সত্বেও কোনরকম ভাবে জল মিলছে না । চরম জলসংকটে ভুগছে এলাকার মানুষ। কোন রকম ভাবে কোন নেতাদের কাছে গিয়ে সুরাহা পাচ্ছেন না ,পানীয় জল না পাওয়া মানুষজনেরা । এলাকার মানুষের বক্তব্য আজকের পর যদি জল না পায় তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর কাছে এই এলাকার পানীয় জলের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারলেন না । তিনি কেএমডি র উপরেই নির্ভরশীল থাকলেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper