পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে (Pathashree-Rastasree)সারা রাজ্যে নির্মিত হবে মোট বারোহাজার কিলোমিটার রাস্তা। মঙ্গলবার সিঙ্গুর থেকে রীমোট এর বোতাম টিপে ভার্চুয়ালি রাস্তাগুলির কাজের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(Pathashree-Rastasree) কুমারগ্রাম ব্লকেও এদিন মোট বত্রিশটি রাস্তার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার জানান এদিন কুমারগ্রামে এক অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে টিভিতে দেখানো হয় রাস্তার কাজের মুখ্যমন্ত্রী দ্বারা ভার্চুয়াল উদ্বোধন।
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, সমাজসেবী ধীরেশ চন্দ্র রায় সহ এলাকার বিশিষ্টজনেরা।