দুদিন ধরেই মেঘলা আকাশ আর কুয়াশায় ঘেরা সকাল। সকলেই উপভোগ করছেন শীতের আমেজ। বনের পশু পাখীরা এই আমেজ থেকে বঞ্চিত হতে নারাজ। বৃহস্পতিবার কুয়াশা ঘেরা সকালে মেঘলা আকাশের নীচে এমনই এই নয়নাভিরাম দৃশ্যের সাক্ষী হয়ে রইলো জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বাসিন্দারা। সকাল বেলায় চা বাগানের রাস্তায় ছায়া গাছের নীচে তাদের৷ নজরে আসে এক ঝাঁক ময়ূর পেখম তুলে নেচে বেড়াচ্ছে। চা বাগানের ডেপুটি ম্যানেজার জীবন চন্দ্র পান্ডের ক্যামেরায় বন্দী সেই অপরূপ দৃশ্য।
peacock Jalpaiguri: মেঘলা আকাশ দেখেই আনন্দে নাচতে শুরু করলো ময়ূরের ঝাঁক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি