এক সন্ন্যাসীর হারিয়ে যাওয়া ব্যাগ (police) উদ্ধার করে সন্ন্যাসীর হাতে তুলে দিলো মালদহ জেলা পুলিশ। জানা গেছে রবিবার নবদ্বীপ এর মায়াপুর ইস্কন মন্দিরব্র এক সন্ন্যাসী মালদহ ইস্কন মন্দিরে যাচ্ছিলেন। তিনি মালদহ ইস্কন মন্দিরে যাবার জন্য মানিকচক স্ট্যান্ড থেকে একটি সাদা ম্যাজিক গাড়িতে চাপেন। সেই গাড়িতে সন্ন্যাসী তার সাথে থাকা ব্যাগটি হারিয়ে ফেলেন। সন্ন্যাসী ঘটনাটি পুলিশ সহায়তা বুথে জানান। সহায়তা বুথের কর্মীরা তৎপরতার সাথে খুব কম সময়ের মধ্যে ব্যাগটি উদ্ধার করে সন্ন্যাসীর হাতে তুলে দেন। সন্ন্যাসী ব্যাগ ফেরত পেয়ে পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Malda police: হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে সন্ন্যাসীর হাতে তুলে দিলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ