কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো জমে উঠেছে। একের পর এক সত্য ঘটনা সামনে উঠে আসছে I নেটদুনিয়ায় যা রীতিমতো সাড়া ফেলেছে । কখনও নিজের দোষ স্বীকার করেছেন প্রতিযোগীরা কখনও আবার তাদের ব্যাক্তিগত জীবনের বেদনার কাহিনি উঠে এসেছে তাঁদের কথায়। সম্প্রতি একটি পর্বে মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে তাঁর জীবনের কঠিন সময়ের কথা বলেন যখন হাসপাতাল থেকে ফিরে নিজের জন্য কোনও বাড়ি ভাড়া পাচ্ছিলেন না তিনি। পুনম বলেন,’তিন চার বছর আগে আমি আমার বাবা, মা ও বোনের সঙ্গে থাকতাম। আমরা সবাই একসঙ্গে ভালো ছিলাম। যে রেসিডেন্সিয়াল সোসাইটিতে আমরা থাকতাম, সেখান থেকে আমাদের বের করে দেওয়া হয়। আমার বাবা মা আমাকে কোনও কথা বলেননি কারণ আমিই তখন পরিবারের একমাত্র রোজগেরে। আমি কি কখনও কারোর সম্বন্ধে খারাপ বলেছি? তার একটাও উদাহরণ কেউ দিতে পারবে। আমি আমার জোনেই থাকি আর শুধুমাত্র কাজ করি।’সেই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে পুনম পাণ্ডে। অভিনেত্রী আরো বলেন,’আমি হাসপাতাল থেকে ফিরে দেখি যে আমার নিজের বাড়িতেই প্রবেশ করার কোনও অনুমতি নেই। সকলে বলতে থাকেন যে আমি খারাপ। কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। সকলেই আমার সমালোচনা করে, আমার প্রতি সন্দেহের চোখে তাকায়। আমাকে জাজ করার আগে একবার আমার সঙ্গে দেখা তো করতে পারতেন’, আক্ষেপের সুরে বলেন পুনম। নায়িকার এই স্বীকারোক্তি নেটিজেনদের মধ্যে সারা ফেলেছে I বিভিন্ন ইতিবাচক মন্তব্যে ভোরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পেজ।