তৃণমূল কংগ্রেসের(Prakash Chik Baraik) আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইককে রাজ্য সভার প্রার্থী হিসাবে মনোনীত করেছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। (Prakash Chik Baraik)এই খবরে খুশীর জোয়ারে ভাসছে গোটা আলিপুরদুয়ার জেলা।
ভারত ভূটান সীমান্তের প্রান্তিক এলাকার চা বাগানের ছেলে প্রকাশ চিক বরাইক। প্রান্তিক গ্রাম্য এলাকা থেকে রাজ্য সভার মনোনয়ন পাওয়ার যাত্রা পথ অবশ্যই সহজ ছিলোনা প্রকাশের কাছে। সেই অসম্ভবকেই সম্ভব করলেন প্রকাশ চিক বরাইক দলনেত্রীর আস্থা অর্জন করে। এই আস্থা অর্জনের জন্য লাগাতার দলের প্রতি আনুগত্য ও দলের সৈনিক হিসাবে কাজ করে যাওয়াই ছিলো প্রকাশের মূলধন। রাজনৈতিক বিশ্লেষকদের মত উত্তরের চা বলয় ও আদিবাসী ভোট ব্যাংক ধরে রাখতেই প্রকাশকে রাজ্য সভার প্রার্থীপদে মনোনয়ন দিয়ে মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রীমো। পাশাপাশি তারা আরও মত প্রকাশ করেন যে উত্তরের চা বলয়ে আদিবাসী ভোট ব্যাংকে বিজেপির প্রভাব ক্ষুন্ন করার লক্ষ্যেই প্রকাশকে রাজ্য সভার প্রার্থী করা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা কবে রাজ্য সভার সাংসদ হিসাবে শপথ নেবেন প্রকাশ।