Breaking News

Howrah: প্রায় ১০০ কেজি অবৈধ বাজি উদ্ধার হাওড়ার জগৎবল্লভপুরে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah: প্রায় ১০০ কেজি অবৈধ বাজি উদ্ধার হাওড়ার জগৎবল্লভপুরেপশ্চিমবাংলা (Howrah) জুড়ে চলছে বিস্ফোরণ সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে অনেকে তারপর থেকে প্রশাসন নড়েচড়ে বসেছে অবৈধ বাজি উদ্ধার করতে ঠিক সেই কারণেই আজকে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে উদ্ধার প্রায় ১০০ কেজি অবৈধ বাজি। (Howrah) মালপাড়া গ্রামে একটি জঙ্গলের মধ্যে এই বাজিগুলো -রাখা ছিল। সেই জঙ্গলের মধ্যে বাজি দেখতে পায় গ্রামবাসীরা খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায় খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালায় এবং প্রচুর পরিমান বাজি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে অনুমান কারোর বাড়িতে এই বাজি মজুত ছিলো।বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে বাজি নিয়ে।সেকারনে জঙ্গলে বাজিগুলো ফেলে রেখে আসা হয়। পুলিশ খতিয়ে দেখছে এই বাজিগুলো কে বা কারা রেখে গেছে ।এই ঘটনাকে কেন্দ্র করে পাতিয়ালের মালপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।