নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা
দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) নিয়ে সরগরম বলিউড। বলিউডে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা , এমনই গুরুতর অভিযোগ আনলেন এই নায়িকা ।
একটা সময় বলিউডের হিট নায়িক ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যে সময় নারীকেন্দ্রিক ছবির জোয়ার আসছে বলিউডে, তখন সেইসব ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি । তবে কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই বলিউড ছেড়ে সুদূর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা । তারপর থেকেই হলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন প্রিয়াঙ্কা । এখন তিনি হলিউডের অন্যতম ষ্টার । কিন্তু তাঁর কেরিয়ার যখন উর্ধ্বমুখী তখন বলিউড ছেড়ে তিনি হলিউডে পাড়ি দিয়েছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কারণ বলতে গিয়ে বোমা ফাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, নায়িকার এই অভিযোগ নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে বিটাউনে ।
বিতর্কিত সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা
এই বিতর্কিত সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) জানিয়েছেন, ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের সঙ্গে অনেকদিন ধরেই তাঁর মন কষাকষি চলছিল। বলতে গেলে, বলিউডে রীতিমতো কোনঠাসা করে দেয়া হয়েছিল ।
তিনি বলেন, এইভাবে রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমাকে কোনও ছবিতে নেওয়া হচ্ছিল না। আমারও একটা সময়ের পর ব্রেকের দরকার ছিল। বলিউড থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলাম। আর সেই কারণেই বলিউড ছেড়ে বেরিয়ে যান তিনি ।
প্রিয়াঙ্কা আরো বলেন, (Priyanka Chopra)ওরা আমার কেরিয়ার নষ্ট করতে অনেক কিছু করেছে। আমার কাজ নিয়ে নিয়েছিল। তবে শুধু ছবি থেকেই বাদ দেওয়াই নয়, আমার কেরিয়ার যাতে নষ্ট হয় তারও চেষ্টা করেছিল। তবে এই ওরা কারা সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গান গেয়ে হলিউডে হাতেখড়ি
গান গেয়ে হলিউডে হাতেখড়ি হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। ইন মাই সিটি, এগজটিক-এর মতো গান করে সকলের মন জয় করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা । বলিউডে সাত খুন মাফ ছবিতে কাজ করার সময় অঞ্জুলা আচারিয়ার কাছ থেকেই প্রথম গানের প্রস্তাব পেয়ে আমেরিকায় চলে যান নায়িকা । এরপর একের পর এক অডিশন দেওয়ার পরে ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজ়ে সুযোগ পান তিনি । গত কয়েক বছরে প্রিয়াঙ্কা কাজ করেছেন ডোয়েন জনসন ওরফে দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে।
রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি
এখানেই শেষ নয়, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন্স’ ছবিতে কিয়ানু রিভসের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। (Priyanka Chopra) এবার মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি স্পাই থ্রিলার সিরিজ় ‘সিটাডেল’। বলিউডে নয়, হলিউডেও নিজের কাজের প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা। তবে তাঁর এই বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। করা তাঁর কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল সেই নিয়ে দিনভর নেট দুনিয়া ছিল সরগরম।