ছবি দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের।লাইমলাইটে থাকার জন্য আর কি যে করতে হবে অভিনেত্রীদের। অতিরিক্তি কাটাছেড়া পোশাক পরে প্রকাশ্য রাস্তায় বেরোতেই পোশাক বিভ্রাটের শিকার হন তারকারা। শরীরী প্রদর্শনে কে কার থেকে এগিয়ে যাবে এই খেলাতেই মেতেছেন প্রথম সারির অভিনেত্রীরা। বিভিন্ন ইভেন্ট, স্টেজ শো-তে হামেশাই এই ধরনের ঘটনা সকলের চোখে পড়ে। শরীরী প্রদর্শন করতে গিয়ে শরীরের ব্যক্তিগত মুহূর্ত কখন যে ক্যামেরাবন্দি হয়েছে তা হয়তো নিজেরাই জানেন না। নিজেদের শরীরের সঙ্গে মানানসই পোশাক পরেও জনসমক্ষে ট্রোলের শিকার হতে হয় বলি তারকাদের।সাহসী পোশাকে হামেশাই ক্যামেরায় ধরা দেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার নিকের সঙ্গে নৈশভোজ থেকে বেরোনোর সময়ে পোশাক বিভ্রাটে পড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের হাত কাটা স্বচ্ছ পোশাকে নিকের সঙ্গে রোস্তোরাঁ থেকে বেরোচ্ছে প্রিয়ঙ্কা চোপড়া। হাতে তুতে রঙের ক্লাচ ব্যাগ। তার পাশে কালো রঙের কোট ও প্যান্টে দেখা গিয়েছে নিক জোনাসকে।নিক ও প্রিয়ঙ্কাকে দেখতেই জ্বলে ওঠে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। তবে ক্যামেরার আলো পড়তেই পোশাক ঠিক করতে দেখা গেছে প্রিয়ঙ্কাকে। তড়িঘড়ি করে নিজের ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় অভিনেত্রী কে। যদিও অনেকেই এই বিষয়টিকে পোশাক বিভ্রাট বলে মানতে নারাজ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper