শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

siliguri: পুজোর মুখে ভয়াবহ অগ্নিকান্ড শিলিগুড়ির বিধান মার্কেটে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পুজোর মুখে ভয়াবহ অগ্নিকান্ড শিলিগুড়ির বিধান মার্কেটেপুজোর মুখে ভয়াবহ (siliguri) অগ্নিকান্ড শিলিগুড়ির বিধান মার্কেটে। শনিবার সকালের এই আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিধান মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে। সকাল এগারোটা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে সাত আটটি দোকান ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। জ্বলছে আরও বেশ কয়েকটি দোকান। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। ব্যবসায়ীরা জানান দুটি ইঞ্জিন দিয়ে এই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়।আরও ইঞ্জিন দরকার কারন আগুন এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ছে। দমকল সূত্রে জানা গেছে আরও ইঞ্জিন নিয়ে আসার জন্য খবর দেওয়া হয়েছে। আতঙ্কিত ব্যবসায়ীরা অসহায়ের দৃষ্টিতে দেখছেন একে একে দোকানে ছড়িয়ে পড়া আগুন কিভাবে পুড়িয়ে দিচ্ছে তাদের স্বপ্নের প্রতিষ্ঠান। ধোঁয়ায় ছেয়ে আছে চারদিক। ধোঁয়ার মাঝে আগুন নেভানো­তে সমস্যা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।