শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Python : শিলিগুড়ির একটি কারখানার ঘর থেকে উদ্ধার দশ ফুট লম্বা অজগর সাপ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Python : শিলিগুড়ির একটি কারখানার ঘর থেকে উদ্ধার দশ ফুট লম্বা অজগর সাপ শিলিগুড়ির (Python ) আশিঘর মোড় লাগোয়া নরেশ মোড়ের একটি কারখানার ঘর থেকে রবিবার সকালে উদ্ধার হয় একটি অজগর সাপ। সাপটি দশ ফুট লম্বা। জানা গেছে এদিন সকালে কারখানার একজন কর্মী দেখতে পান কারখানা ঘরের টিনের চালের নীচে দেয়াল ও চালের ফাঁকা অংশে দেয়ালের উপর থেকে সাপটি ঝুলছে। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় কারখানার কর্মী ও লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় বন দপ্তরের ডাবগ্রাম রেঞ্জের কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। বন কর্মীদের অনুমান খাবারের খোঁজে সাপটি কারখানার ঘরে প্রবেশ করেছিলো। তারা সাপটিকে ধরে নিয়ে যান। বন কর্মীরা জানান সাপটিকে ফের জঙ্গলে ছেড়ে দেবার জন্য প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। সাপটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন কারখানার কর্মী সহ এলাকার বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।