কোচবিহার জেলার (CoochBehar) নাটাবাড়ি বিধানসভা এলাকার দেওচড়াই অঞ্চলের কুটি ভৈরব গ্রামে একটি পাকা রাস্তার কাজের শুভ সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার এই পাকা রাস্তার কাজের শুভ সূচনা করে রবীন্দ্রনাথ ঘোষ জানান রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মিত হবে। রাস্তাটির নির্মান কাজ শেষ হলে এলাকার দশ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন। উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যাগন ও এলাকার বিশিষ্টজনেরা।
Rabindra Nath Ghosh pathashree CoochBehar: পথশ্রী প্রকল্পে পাকা রাস্তার কাজের শুভ সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper