শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Rail accident: করমন্ডলের স্মৃতি মনে করিয়ে দিলো বাগমতি এক্সপ্রেস

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, চেন্নাই

আবার ট্রেনদুর্ঘটনা। চেন্নাইয়ের (accident)কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ। সূত্রের খবর এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ বাঁধে। চারটি কামরা বেলাইন হয়ে যায়। এদিকে ঘটনার জেরে বগিতে আগুন লেগে যায় বলে খবর। কার্যত করমণ্ডলের স্মৃতি উসকে ফের ট্রেন দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে  ধাক্কা দেয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি।বাগমতি এক্সপ্রেস দ্বারভাঙার দিকে যাচ্ছিল। সেই সময় রাত ৭টা ৫০ মিনিট নাগাদ এটা পেরামবুর স্টেশন থেকে ছাড়ে। এরপর সেটা কাভারাইপেট্টি স্টেশন পৌঁছয় রাত সাড়ে ৮টা নাগাদ যায়। প্রথমদিকে ১০৯ কিমি প্রতি ঘণ্টায় প্রথমদিকে ট্রেনটি যাচ্ছিল। পরে এটি লুপ লাইনে প্রবেশের পরে গতি কিছুটা কমিয়ে ফেলে। তবে সেই সময় ট্রেনের গতি প্রায় ৯০ কিমি প্রতি ঘণ্টায় ছুটছিল বলে খবর। এদিকে সেই সময় একটা মালগাড়ির পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চারটি এসি কোচ উলটে যায়। আরও দুটি কোচও উলটে যায়। একটা পাওয়ার কোচ ও একটি মোটর ভ্যানে আগুন ধরে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।