মঙ্গলবার রাজগঞ্জের (Jalpaiguri) কুকুরজান অঞ্চলের খালপাড়ায় কালভার্টের কাজের শুভ শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। জানা যায় কালভার্টটি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বরাদ্ধ ১১ লক্ষ টাকা নির্মিত হবে। বিধায়ক বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পুরন হল। উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষমোহন রায়, জেলাপরিষদের সদস্য লাভলি পারভিন সহ অন্যান্যরা।
Jalpaiguri: রাজগঞ্জে কালভার্টের কাজের শুভ শিলান্যাস করলেন বিধায়ক
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি