বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে (ramakrishna math and mission) বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে মঠ কর্তৃপক্ষের ডিজিটাল প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করলো। শুক্রবার মঠের তরফ থেকে এক সাংবাদিক বৈঠক ডাকা হয় কিন্তু এই প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন মিশনের সকল সঙ্ঘাধ্যক্ষের ইচ্ছানুসারেই আমরা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম সাংবাদিক বৈঠকে আত্মপ্রকাশ করলাম। আমাদের ইচ্ছে ছিল ১লা মে মিশনের প্রতিষ্ঠা দিবসের দিনই এর আত্মপ্রকাশ করার। কিন্তু ওইদিন বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমরা আজ বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে এর শুভ সূচনা করলাম বলে জানালেন সুবিরা নন্দ মহারাজ।
Belur ramakrishna math and mission: ডিজিটাল প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper