Breaking News

siliguri: রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের অভিযোগে সরব বামপক্ষ

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি

siliguri: রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের অভিযোগে সরব বামপক্ষমধ্যরাতে (siliguri) শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে সাধুদের মিশন থেকে বের করে দেয় বলে অভিযোগ। থানা-বিএলআরও অফিসের দ্বারস্থ সাধুরা। (siliguri) গত রবিবারের রাতের ঘটনার পর এখনও অধরা হামলাকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার সম্পূর্ণ অভিযোগের তির রাজ্যের শাসক দলেরই উপর।

কিন্তু সেই অভিযোগকে সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার পাল্টা দাবি এই সবে রাজনীতিকে জড়াতে না। এরইমাঝে মঙ্গলবার সরব হতে দেখা গেল বামেদেরও। এদিন দুপুরে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাজ্যের শাসক দলের উপর একরাশ ক্ষোভ উগরে দেন সিপিএম নেতা জীবেশ সরকার। পাশাপাশি শিলিগুড়ির নিরাপত্তা ও পুলিশী ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বক্তব্যকেও হাতিয়ার করে এক হাত নেন তাদের। অবিলম্বে রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার অভিযোগে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারি এবং আইন অনুযায়ী শাস্তির দাবি জানানো হয় বামেদের তরফে। যদি অবিলম্বে তাদের দাবি না মানা হয় তাহলে খুব শীঘ্রই তারা এই বিষয়ে পথে নামবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয় এদিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।